চকলেট চা এর নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। কিন্তু কখন কি এর স্বাদ নিয়ে দেখেছেন।
আজ ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের চকলেট চা।
উপকরণঃ পানি আধা কাপ, দুধ আধা কাপ, চা-পাতা ১ চা-চামচ, গরম চকলেট মিক্স ১ টেবিল চামচ।
প্রণালিঃ পানি ও দুধ একসঙ্গে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। এরপর চা-পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন। এর সঙ্গে গরম চকলেট মিক্স মিশিয়ে পরিবেশন করুন চকলেট চা।