ট্রান্সফরমার AC কে রূপান্তরিত করে কিন্তু DC কে রূপান্তরিত করে না কেন? - কল্পপাতা

Structure of transformer


 ট্রান্সফরমার গঠিত হয় তাড়িতচৌম্বক আবেশের নিয়ম ব্যবহার করে। ট্রান্সফরমারের মূখ্য কুন্ডলীতে তড়িত প্রবাহ প্রয়োগ করলে সেখানে একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয় এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়ম অনুযায়ী গৌণ কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয়। মুখ্য কুন্ডলীতে  DC প্রবাহ প্রয়োগ করলে যে চৌম্বকক্ষেত্র উৎপন্ন হয় তার বলরেখা এবং চৌম্বকক্ষেত্রের দিক ধ্রুব থাকে। ফলে গৌণ কুন্ডলীতে কোনো তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয় না। কিন্তু মুখ্য কুন্ডলীতে AC বা দিক পরিবর্তী প্রবাহ প্রয়োগ করলে ক্রমাগত ভোল্টেজ ও বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের সাথে সাথে চৌম্বকক্ষেত্রের বলরেখার সংখ্যা এবং দিকও পরিবর্তিত হয়। ফলে তাড়িতচৌম্বক আবেশের নিয়ম অনুযায়ী গৌণ কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন