পাইথন হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকেই এখন এটি শেখার মাধ্যমে প্রোগ্রামিং জগতে প্রবেশ করছেন বা করতে চাইছেন। তাদের জন্য আমাদের এই টিউটোরিয়াল খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
এই পর্বে আমরা পাইথন ইন্সটল করা ও পাইথন দিয়ে প্রথম প্রোগ্রাম লেখা শিখব।
পাইথন শেখার জন্য প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারে পাইথন ইন্সটল করতে হবে। আপনি শুরুর দিকে পাইথন ইন্সটল না করে অনলাইন পাইথন ইন্টারপ্রেটারও ব্যবহার করতে পারেন। কিছু জনপ্রিয় অনলাইন পাইথন ইন্টারপ্রেটার হচ্ছে onecompiler, proggramiz ইত্যাদি।
পাইথন ইন্সটল করার জন্য প্রথমেই আপনাকে পাইথনের ভার্সন নির্বাচন করতে হবে। পাইথনের দুটি বহুল ব্যবহৃত ভার্সন হচ্ছে পাইথন 2.7 ও পাইথন 3.4। এরপর পাইথনের আরও কিছু ভার্সন রিলিজ হয়েছে।
পাইথন ইন্সটল করার জন্য আপনাকে python.org - তে গিয়ে পাইথন এর একটি ভার্সন ডাউনলোড করতে হবে। এরপর এটি আপনার কম্পিউটারে ইন্সটল করতে হবে। এরপর পাইথন টার্মিনাল চালু করতে হবে।
পাইথন দিয়ে প্রথম প্রোগ্রামঃ
পাইথন দিয়ে প্রথম প্রোগ্রাম হিসেবে আমরা Hello World! টাইপ করা শিখব।
এরজন্য আপনাকে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখতে হবে। এরপর এন্টার চাপতে হবে।
print("Hello World!")
Result:-
Hello World!
হুররে! আমরা পাইথন দিয়ে আমাদের প্রথম প্রোগ্রাম লেখা শেষ করেছি।