বর্তমানে পৃথিবীতে কম্পিউটারের ব্যবহার বাড়ার সাথে সাথে কম্পিউটার পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও প্রোগ্রামারের চাহিদাও বাড়ছে। চাহিদা বাড়ার সাথে সাথে নতুন নতুন প্রোগ্রামারও তৈরি হচ্ছে। নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য পাইথন-ই হচ্ছে সবচেয়ে ভালো পছন্দ। তবে এর জন্য প্রথমে আপনাকে পাইথন সম্পর্কে জানতে হবে। পাইথন কি এবং কেন, কিভাবে শিখবেন।
এই পোস্টে আমরা আপনাদের সঙ্গে পাইথন এর পরিচয় করিয়ে দেব।
আরও পড়ুনঃ প্রোগ্রামিং এর হাতে খড়ি - নতুনদের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত
পাইথন কি?
পাইথন হচ্ছে একটি হাই লেভেল, অবজেক্ট ওরিয়েন্টেড,ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি সফটওয়্যার তৈরি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সাইন্স ইত্যাদি কাজে ব্যাবহৃত হয়। ১৯৯০ সালে গুয়েরি ভ্যান রসম এটি তৈরি করেন। এরপর খুব দ্রুতই এটি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাঝে নিজের জায়গা করে নেয়।
পাইথন কেন এবং কিভাবে শিখব?
নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য পাইথন হচ্ছে সবচেয়ে ভালো পছন্দ। কারণ এটি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর তুলনায় সহজ এবং এর অনেক ওপেন সোর্স লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রয়েছে।
পাইথন শেখার জন্য বর্তমানে অনলাইনে এবং অফলাইনে নানা কোর্স রয়েছে। এছাড়াও ইউটিউবে এ সম্পর্কে প্রচুর কন্টেন্ট রয়েছে। এর সাথে যে কোনো সমস্যা হলে তার সমাধান করার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপ, ফোরাম ও ওয়েবসাইট রয়েছে।
পূর্বে একটা ধারনা ছিল যে প্রোগ্রামিং শিখতে হলে কম্পিউটার থাকতেই হবে। কিন্তু এ ধারণা সঠিক নয়। অ্যাএন্ড্রয়েড ফোন দিয়েও এখন প্রোগ্রামিং করা সম্ভব। কিন্তু এ কথা সত্য যে কম্পিউটার থাকাটা সুবিধাজনক। কারণ কম্পিউটার ছাড়া প্রোগ্রামিং এর কিছু কাজ করা খুবই কঠিন। তবে প্রথম দিকে কম্পিউটার ছাড়াই পাইথন শেখা সম্ভব।