চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রোগ্রামিং হচ্ছে উন্নয়নের সবচেয়ে বড় হাতিয়ার। বর্তমানে সকল দেশই তরুণ প্রজন্মকে প্রোগ্রামিং এর প্রতি উৎসাহীত করতে নানা কর্মসূচি গ্রহণ করছে।
বাংলাদেশেও এর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রামিং শিখে অনেকে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করছে।
নতুন যারা প্রোগ্রামিং শুরু করতে চায় তাদের প্রথমেই নির্বাচন করতে হবে তারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায়। এরপর অনলাইনে বা অন্য কোনো ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর কোথা থেকে কিভাবে শিখতে চান সেটা নির্ধারণ করতে হবে। তবে এক্ষেত্রে প্রথম সমস্যাটি হচ্ছে আপনি নতুন হিসেবে কোন ল্যাঙ্গুয়েজটি শিখতে চান।
বর্তমানে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সি, সি + +, সি সার্প ইত্যাদি।
এরমধ্যে প্রোগ্রামারদের মতে নতুনদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত।
পাইথন হচ্ছে একটি হাই-লেভেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।