বর্তমানে গিটহাব পেজেস এবং Netlify এর মধ্যে কোনটি সুবিধাজনক হবে এটা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। কোনটি ছেড়ে কোনটি ব্যাবহার করবেন বুঝতে পারেন না। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাকে এ দুটি সেবার পার্থক্য গুলো ভালো ভাবে লক্ষ্য করতে হবে।
গিটহাব পেজেস-এ আপনি প্রতি গিটহাব একাউন্টে মাত্র একটি সাইট হোস্ট করতে পারবেন। অন্যদিকে Netlify তে আপনি অসংখ্য সাইট হোস্ট করতে পারবেন। সাথে পাবেন ১০০ জিবি মাসিক ব্যান্ডউইথ।
গিটহাব পেজেস এ আপনার সাইটের নাম হবে আপনার একাউন্টের নাম অনুযায়ী। কিন্তু Netlify তে আপনি যেকোনো Available সাবডোমেইন নেম নিতে পারবেন।
মূলত এসব কারণেই আমি আপনাকে Github Pages এর পরিবর্তে Neylify ব্যবহার করার পরামর্শ দেবো।
Tags:
github vs netlify