আপনি কি Cloudflare Pages এর সুবিধাগুলো জানেন? - কল্পপাতা

 

Cloudflare pages

Image Copyright: Cloudflare

Cloudflare এর CDN বা Content Delivery Network এর জন্য বিখ্যাত হলেও এর আরও অনেক সুবিধা রয়েছে। যেমনঃ Cloudflare Pages, Domains ইত্যাদি। এর মধ্যে  Cloudflare  Pages নিয়ে হয়তো অনেকেরই আগ্রহ থাকতে পারে। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 


আরও পড়ুনঃ আপনার ওয়েব পেজের গতি বাড়াতে যে উপায়গুলো না জানলেই নয় 


Cloudflare Pages মূলত Cloudflare এর স্ট্যাটিক ওয়েব পেজ হোস্টিং সার্ভিস। অর্থাৎ এখানে আপনি এইচটিএমএল, সি এস এস, জাভাস্ক্রিপ্ট, ছবি হোস্ট করতে পারবেন। এখানে আপনি প্রতিটি সাইটের জন্য সর্বোচ্চ ২৫ এমবি পর্যন্ত ফাইল হোস্ট করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি সম্পূর্ণ একটি সিম্পল ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি। এখানে ওয়েবপেজ হোস্ট করতে আপনাকে কোনো খরচ করতে হবে না। এরই সাথে এখানে কতগুলো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন তার কোনো সীমাবদ্ধতা নেই। সাথে আনলিমিটেড ব্যান্ডউইথ ও Cloudflare CDN তো রয়েছেই।

প্রতিটি সাইটের জন্য আপনি Cloudflare থেকে একটি ফ্রি pages.dev সাব-ডোমেইন পাবেন।

যদি আপনি কোনো সময় আপনার এই ওয়েবপেজে কাস্টম ডোমেইন যুক্ত করতে চান তাও সম্ভব।

মুলত বিভিন্ন ফ্রন্টেন্ড প্রোগ্রামের টেস্টিং এর জন্য এই সার্ভিস ব্যবহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন