আপনার ওয়েব পেজের গতি বাড়াতে যে উপায়গুলো না জানলেই নয় - কল্পপাতা



 বর্তমানে অনেকেই নিজের ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে থাকেন। তবে অনেকেই নানা কারণে সফলতা পান না। এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে হয়তো আপনার ব্লগ বা ওয়েবসাইটের কোনো একটি পেজ লোড হতে অনেক বেশি সময় লাগছে বা খুব অল্প পেজ ভিজিটেই আপনার নির্দিষ্ট ব্যান্ডউইথ শেষ হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে হয়তো আপনাকে লোকসান গুনতে হচ্ছে। এ অবস্থায় আপনার করণীয় কী?


এ অবস্থায় আপনাকে প্রথমে আপনার ওয়েব পেজ গুলোকে লাইট করতে হবে। অর্থাৎ আপনার ওয়েব পেজ গুলো থেকে অপ্রয়োজনীয় ছবি বা Javascript, CSS ফাইল বাদ দিতে হবে। এছাড়াও বৃহৎ Javascript ও CSS ফাইল গুলোকে মিনিফাই করে নিতে পারেন। এতে আপনার ওয়েবসাইটের ডিস্ক স্পেসের সাথে সাথে ব্যান্ডউইথও সাশ্রয় হবে।


দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন তা হলো, আপনি আপনার ওয়েব পেজের ছবিতে লেজি লোডিং ব্যবহার করতে পারেন। এতে একটি ছবি ততক্ষণ পর্যন্ত লোড হবে না যতক্ষণ না ব্যবহারকারী স্ক্রল করে সে পর্যন্ত যাচ্ছে। এর ফলে আপনার ওয়েব পেজের গতি বৃদ্ধি পাবে।

আরও পড়ুনঃ নতুনদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত 


তৃতীয়ত আপনি আপনার ওয়েব পেজে স্ক্রিন লোডার ব্যবহার করতে পারেন। এর ফলে ব্যবহারকারী ভাববে যে কিছু একটা হচ্ছে এবং সে অপেক্ষা করবে পেজটি লোড হওয়া পর্যন্ত।


চতুর্থত আপনি আপনার ওয়েব সাইটের জন্য CDN বা Content Delivery Network ব্যবহার করতে পারেন। বর্তমানে অনেক প্রিমিয়াম CDN এর সাথেই ফ্রি এবং ভালো মানের CDN পাওয়া যায়। যেমনঃ Cloudflare। আর প্রিমিয়াম CDN এর মধ্যে Fastly CDN উল্লেখযোগ্য। CDN মূলত ওয়েবপেজ গুলোকে ক্যাশ মেমোরিতে জমিয়ে রাখে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাবহারকারীকে সরবরাহ করে। এতে মূল ব্যান্ডউইথ খুব অল্প ব্যবহৃত হয়।


এই পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন